• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরুন : মেয়র আরিফ

  এসকে কবির, মালয়েশিয়া প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৩
মালয়েশিয়া
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন জালালাবাদ এসোসিয়েশনের সদস্যরা, ছবি : দৈনিক অধিকার

সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি।

মতবিনিময়ে এসোসিয়েশনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা। এ সময় মেয়র মনোযোগের সঙ্গে শুনে এসব কাজের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে সিলেটের ইতিহাস- ঐতিহ্য, কৃষ্টি-কালচার বেশি করে জানান দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি সোনাহর আলী খান রশিদ, সহসভাপতি মো. মহসিনুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ খান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান পারুল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মালয়েশিয়ায় তিনদিন ব্যাপী ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন শেষে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সিলেট সিটি মেয়র। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ক্রেস্ট প্রদান করেন।

ওডি/ডিএইচ

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড