• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হৃদরোগে আক্রান্ত দুবাই প্রবাসীর মৃত্যু

  অধিকার ডেস্ক    ০৮ মার্চ ২০১৯, ০৯:৫৩

মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী
হৃদরোগে আক্রান্ত দুবাই প্রবাসীর মৃত্যু (ছবি : সংগৃহীত)

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী (৫৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেরা দুবাইয়ের বাংলাবাজারের আল-মোস্তাফা গ্লোসারির সামনের ভবনে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে তিনি মারা যান। তিনি চট্টগ্রামের হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নের চৌধুরীবাড়ির মরহুম জালাল আহমদ চৌধুরীর ছেলে মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী। মৃত্যুকালে তিনি তিন ভাই, দুই ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ৩টার দিকে নিয়ে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার সহকক্ররমীদের বরাত দিয়ে জানা যায়, মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে হাত-মুখ ধুয়ে দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এর কিছুক্ষণ পর ঘরের একটি স্থানে পড়ে যান তিনি। কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।

মুহাম্মদ জামাল উদ্দীন দুবাইয়ের আনার কলি নামে একটি কাপড়ের দোকানে প্রায় ২২ বছর ধরে চাকরি করে আসছিলেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড