• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরব আমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে এক বাংলাদেশির মৃত্যু

  অধিকার ডেস্ক    ২২ নভেম্বর ২০১৮, ১০:৪০

মনির হোসেন
নিহত মনির হোসেন (ছবি: সংগৃহীত)

সংযুক্ত আরব আমিরাতে পশ্চিমা জোন নামে খ্যাত লেওয়াতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।

নিহত মনির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার শ্যামগঞ্জে। এলাকার মৃত তোফায়েল আহমদের দ্বিতীয় ছেলে সে।

তিনি ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আল আইনের ইউছুফ জেনারেল কন্ট্রাটিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের লাশ লেওয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী জানিয়েছেন আইনি প্রক্রিয়া শেষে মনিরের মরদেহ দেশে পাঠানো হবে।

ইতোপূর্বে মনিরের বাবা ও বড় ভাই আমিরাতে দুর্ঘটনায় মারা যান। বর্তমানে উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে বলে জানান মনিরের ছোট ভাই রাশেদ।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড