• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

৩০ মে ২০২৩, ১৭:০১
বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

বাংলাদেশের ঐতিহ্যবাহী ও শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী জেলা বৃহত্তর কুমিল্লা। বৃহত্তর কুমিল্লার তিন জেলার কয়েক হাজার প্রবাসী বসবাস করছেন ইতালির পর্যটন শহর ভেনিসে। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ভেনিস প্রবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কে সৃষ্টির জন্য

গত শনিবার (২৭ মে) সন্ধ্যায় প্রায় দুই শতাধিক বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীর উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলনে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি-ইতালি গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঢাকা বিরিয়ানি হাউজের হল রোমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লার প্রবীণ ইতালি প্রবাসী ব্রাক্ষণবাড়িয়ার কৃতি সন্তান মো. আনিসুর রহমান।

ফয়সাল আহাম্মেদ ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কুদ্দুস চৌধুরী, সফিক গাজী, বেলাল হোসেন, মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, মো. সালাউদ্দিন আহমেদ, মো. বাবুল মিয়া, ইলিয়াস মিয়া, ফয়সাল আহমেদ, মোখলেছ সরকার, মাসুদ রানা প্রমুখ।

সকলের মতামতের ভিত্তিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি- ইতালি গঠনের লক্ষ্যে ৯ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান সংখ্যালঘু কমিটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে কাজ চূড়ান্ত করবে! বৃহত্তর কুমিল্লার ৩ জলার প্রতিটি থেকে ৩ জন করে ৯ সদস্যরা হলেন-

চাঁদপুর জেলা থেকে : বেলাল হোসেন, মো. ফারুক হোসেন ও মো. সোহাগ পাঠান।

বি বাড়িয়া জেলা থেকে : সফিক গাজী, মো. সালাউদ্দিন মিয়া ও আরিফ হোসেন।

কুমিল্লা জেলা থেকে : মাকসুদ রহমান, নেয়ামেল চৌধুরী ও মাহাবুবুর রহমান।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড