• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাতৃভাষা দিবসে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চ্যুয়াল সভা 

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১
মাতৃভাষা দিবসে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চ্যুয়াল সভা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১শে ফেব্রুয়ারি রাতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

জার্মানি থেকে আয়েবাপিসির সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে, সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন।

এই ভার্চুয়াল বৈঠকে আয়েবাপিসির একাধিক সদস্য ছাড়াও বাংলাদেশ এবং আমেরিকা থেকে মিডিয়া ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বনামধন্য সাংবাদিক ভয়েজ বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও কলামিস্ট মহিউদ্দিন খান মোহন, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত জনপ্রিয় বাংলা টেলিভিশন TBN24 এর পরিচালক হাবিব রহমান, বাংলাদেশ থেকে দৈনিক আলোচিত কণ্ঠ পত্রিকার সম্পাদক এমডি রবিউল ইসলাম রুবেল, ফ্রান্স থেকে ভাষা সৈনিক সফিউদ্দিন আহাম্মেদের মেয়ে শারমিন রলি, ইতালির ভেনিস হতে সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমান প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের আলোচনায় বক্তাগণ বিশেষ করে মরহুম ভাষা সৈনিক সফিউদ্দিন আহাম্মেদের মেয়ে শারমিন রলি তার বাবার লিখিত এক বইয়ের উদ্ধৃতি দিয়ে ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করেন।

আলোচকরা বলেন- একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই ভার্চুয়াল বৈঠকে জার্মানি থেকে সঙ্গীত শিল্পী তানিমা তাসনীম তিনটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড