• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ইতালি প্রবাসী আলম

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৯
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ইতালি প্রবাসী আলম
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ইতালির ভেনিসে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মোহাম্মদ আলম।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশে যাওয়ার পর নানা হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ইতালির ভেনিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশে যাওয়ার পর এয়ারপোর্টে হয়রানি শেষে নিজ এলাকায় যাওয়ার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করে নানান অভিযোগ করেন।

তিনি বলেছেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কষ্ট করে বিদেশে অর্থ উপার্জন করে দেশে সম্পদ করলে বা বিনিয়োগ করলে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা নানা অজুহাতে অর্থ আদায়ের চেষ্টা করে। মামলাসহ হত্যার চেষ্টার অভিযোগ ও তিনি করেন।

তিনি আরও বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম এসব দেখে তারা দেশে যেতে অনীহা প্রকাশ করছে। আগ্রহ হারিয়ে ফেলছে দেশের প্রতি মোহাম্মদ আলম এসব হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে প্রবাসীদের নিরাপত্তায় দেশের প্রতিটি জেলায় প্রবাসী নিরাপত্তা সেল গঠনের জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে আ. লীগ নেতা আবুল কাশেম শিকদার ও আকবর হোসেন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান- মুক্তিযুদ্ধের পরেই রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা দেবার জন্য। প্রবাসীরা দেশকে অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রবাসীদের লাগেজ এয়ারপোর্টে চুরি হয়ে যাচ্ছে। তাছাড়া নানাভাবে এই প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। এসব বন্ধে অনতিবিলম্বে প্রবাসী নিরাপত্তা আইন করে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই জানান- অভিযোগের বিষয় বিবেচনায় এনে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করলে, দেশের উন্নয়নে প্রবাসীরা আগ্রহী হবে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড