• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লন্ডনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করল সুরমা সেন্টার

  মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩১
লন্ডনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করল সুরমা সেন্টার
সুরমা সেন্টারের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে (ছবি : অধিকার)

যুক্তরাজ্যের লন্ডন শহরের কেমডেনে ঐতিহ্যবাহী বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (সুরমা সেন্টার) কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সকল জাতীয় ও রাষ্ট্রীয় দিবস পালন করে থাকে। গত ২৮ নভেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেন্টারের হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রথম পর্বের আলোচনা সভায় বোর্ড ডাইরেক্টর জালাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ছালিক মিয়া। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেমডেন কাউন্সিলের ডেপিউটি লিডার পেট্রিসিয়া কালাঘহান, বিশেষ অতিথি কাউন্সিলর পোল টমলিনসন ও কাউন্সিলর আব্দুল কাদির।

আলোচনায় অংশগ্রহণ করেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ মাহমুদ মিয়া, তাহির আলী প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে বোর্ড ডাইরেক্টর যথাক্রমে জামাল আহমেদ, মুঞ্জেরিন রশিদ ও আবদুল মোহিতের সহযোগিতায় ব্রিটেনে বেড়ে ওঠা বাচ্চাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সংস্কৃতি বিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মোস্তফা কামাল মিলনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম নিয়োজনে নতুন সংযোজন

উল্লেখ্য, পরিশেষে সংগঠনের সভাপতি ছালিক মিয়া ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড