• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা বিধ্বস্ত ইতালিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার প্রবাসী

  অধিকার ডেস্ক

০৩ জুন ২০২০, ১৫:০৭
ইতালি
করোনা বিধ্বস্ত ইতালিতে পাসপোর্ট বিড়ম্বনায় কয়েক হাজার প্রবাসী (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবে বিপর্যস্ত ইতালিতে পাসপোর্ট বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়ায় পাসপোর্টের অভাবে অনেক বাংলাদেশিই ‘স্টে পারমিট’ নামক সোনার হরিণ পাবার সুযোগ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পেতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন এসব প্রবাসী বাঙালিরা।

দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় তিন লাখের বেশি হলেও এর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭০ হাজার। দেশটিতে বর্তমান সরকারের দীর্ঘ সাত বছর পর বৈধকরণের চলমান প্রক্রিয়ায় পাসপোর্ট হাতে না থাকায় প্রায় দশ হাজার বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

এ বিষয়ে জাহিদুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন, দীর্ঘ নয় বছর যাবত ইতালিতে অবৈধভাবে বসবাস করে আসছি। ডকুমেন্টন্সের অভাবে দেশে যেতে পারিনি। কয়েকমাস আগে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ণ করার জন্য আবেদন করি, কিন্তু চারমাস পেড়িয়ে গেলেও পাসপোর্ট এখনও হাতে পাইনি। এবছর যদি পাসপোর্টের অভাবে বৈধ হতে না পারি তাহলে আমার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত।

আরও পড়ুন : ইরানে প্রবাসীদের পাশে বাংলাদেশ দূতাবাস

তবে রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেছেন, দূতাবাস শুধুমাত্র পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারে। কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ পাসপোর্ট অফিসের নিকট। বাংলাদেশ থেকে পাসপোর্ট আমাদের কাছে এলে আমরা দ্রুতসময়ের মধ্যে তা হস্তান্তর করে থাকি। তবে বর্তমান করোনার কারণে পাসপোর্ট পেতে হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমি পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়ে বিষয়টি জানাব।

উল্লেখ্য, করোনায় বিপর্যস্ত ইতালির কৃষিখাতের ধস ঠেকাতে এখানে কর্মরত সকল অবৈধ অভিবাসীদের বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চালু থাকবে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড