• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি বছরের মধ্যেই মালয়েশিয়া ছাড়তে হবে অবৈধ বাংলাদেশিদের

  আহমাদুল কবির, মালয়েশিয়া

০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮
মালয়েশিয়া
প্রতিদিনই মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসে ভিড় জমাচ্ছেন অবৈধ অভিবাসীরা (ছবি : দৈনিক অধিকার)

মালয়েশিয়ায় এখন অবৈধ অভিবাসীদের দুঃসময় চলছে। প্রতিনিয়ত চলছে ধরপাকড়। কোনোভাবেই অবৈধ অভিবাসীরা সেদেশে আর থাকতে পারবেন না। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমা ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দেশে ফিরতেই হবে। অর্থাৎ ২০১৯ সাল শেষ হওয়ার আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরতে হবে অবৈধ বাংলাদেশিদের।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি আবু দাউদ জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এখান থেকে সব অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরবেন না, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

তিনি আরও বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপসে যাবে না প্রশাসন।

শেষদিকে অবৈধ অভিবাসীরা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসে। তবে টিকিটের দাম এখন আকাশচুম্বী। তাছাড়া টিকেট স্বল্পটাও রয়েছে। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে দেশে ফিরতে পারছেন না।

ওডি/এসসা

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড