• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশু নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি ইমাম বহিষ্কার

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪
জুনায়েদ আহমেদ
ইমাম জুনায়েদ আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

শিশু নির্যাতনের দায়ে ইতালি থেকে এক বাংলাদেশি ইমামকে বহিষ্কার করা হয়েছে। ২০ বছর বয়সী বাংলাদেশি ওই ইমামের নাম জুনায়েদ আহমেদ। তিনি ইতালির উত্তর অঞ্চল পাদোভায় থাকতেন।

জানা গেছে, পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মসজিদে কুরআন শিক্ষা দেওয়ার সময় পাঁচ থেকে দশ বছরের শিশুদের ভয়ঙ্করভাবে বেত্রাঘাত করতেন জুনায়েদ। বিষয়টি জানার পর স্থানীয় স্কুল শিক্ষকরা পুলিশকে অবহিত করেন।

বিষয়টি সম্পর্কে সঠিকভাবে নিশ্চিত হতে গোপনে ওই ইমাম যে কক্ষে কুরআন শিক্ষা দেন সেখানে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ। যথাসময়ে ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়। আর অভিযোগের সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়ে গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরবর্তীকালে জুনায়েদ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চলতি সপ্তাহে সেই মামলার রায় দিয়েছেন আদালত। আর রায়ে জুনায়েদকে ইতালি থেকে বহিষ্কার করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

ওডি/এসসা

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড