• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে’ 

  নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৫
ক্যাসিনো বাণিজ্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি : ফাইল ফটো)

অনিয়ম ও দুর্নীতির দায়ে সরকারের এই মূহুর্তে পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান মির্জা ফখরুল।

ক্যাসিনো ব্যবসার ঘটনায় সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন জুয়ার আশ্রয় নিয়েছে। সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে।

তিনি বলেন, ‘এটি এখন সম্পূর্ণভাবে গ্যাম্বলারদের হাতে পড়ে গেছে। গ্যাম্বলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান বলেছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সব অপকর্ম চলছে। এটি কেন বোঝেন না!’

তিনি বলেন, ‘সরকারি কর্মচারিরা চুপচাপ চলে যায় মান-সম্মান-ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও না হলে যাও। টেন্ডার দাও না হলে যাও।’

অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে এক্ষুণি সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ সরকার স্বৈরশাসন শুরু করেছে। তারা বিচারব্যবস্থাকে নিজেদের কবজায় নিয়েছে।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড