• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রদলের কাউন্সিলরদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তারেক

  অধিকার ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৭
ছাত্রদল
ফাইল ছবি

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের ৫শ ৬৬ জন কাউন্সিলরের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে যুক্ত হবেন। কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হওয়া ছাত্রদলের একাধিক কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ বলেন, ‘বিকাল ৪টার মধ্যে আমাদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয়েছে। ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে বৈঠক করবেন, এমনটা বলা হয়েছে।’

আবু তাহের সবুজ আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তৃণমূল নেতাদের চাওয়া কাউন্সিলরদের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা। এখন উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আমরা একটি বৈঠক করেছি। সেখানে তারেক রহমানকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছি। এখন আমরা তার বিবেচনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেব।’

কী বিষয়ে মিটিং ডাকা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারব না বলে জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, ‘আমি সাতক্ষীরাতে ছিলাম। জরুরি বার্তায় আজ (বুধবার) সকালে রাজধানীতে পৌঁছেছি।’

এ দিকে ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সপ্তাহের মধ্যে যদি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার উপায় না থাকে। সে ক্ষেত্রে সিলেকশন প্রক্রিয়ায় কমিটি গঠন হবে।

বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড