• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসুস্থ ব্যারিস্টার রফিকুলকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে

  অধিকার ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ০৯:০৯
রফিকুল ইসলাম মিয়া
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (ফাইল ছবি)

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তার্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

এ বিষয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মো. মোকছেদুর রহমান আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর বিধায় ইউনাইডেট হাসপাতাল থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজে ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে।

বিএনপির শীর্ষ নেতা ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া সিঙ্গাপুরে গেছেন। এ ছাড়া ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড