• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়-ভীতির পরিবেশ থেকে বের হতে হবে : আমীর খসরু 

  নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই ২০১৯, ১৯:৫৬
আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

সরকার একটা ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে সামনের দিকে চলতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এই ভয়-ভীতির পরিবেশ থেকে বের হওয়া যাবে না, গণতন্ত্র ফিরে পাওয়া যাবে না, বাকস্বাধীনতা পাওয়া যাবে না, আইনের শাসন ফিরে পাওয়া যাবে না।

শুক্রবার (১২ জুলাই) মহানগর বিএনপির নাসিমন ভবন কার্যালয় চত্বরে আগামী ২০ জুলাই দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। এটা করতে গিয়ে সরকার দেশবাসীর সব মৌলিক অধিকার হরণ করে চলেছে।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে বন্দি রাখা মানে গণতন্ত্রকে বেঁধে রাখা। তিনি মুক্ত থাকলে দেশে ভোট চুরির নির্বাচন হতে পারবে না। তার মুক্তির দাবিতে ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করার আহ্বান জানান বিএনপি নেতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড