• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদ গরিব হয়ে যাবে, ধারণা মেননের

  অধিকার ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১১:৫৬
জাতীয় সংসদ
জাতীয় সংসদ (ফাইল ছবি)

নোটিশ দেওয়ার পরও গ্যাসের দাম বাড়ানো নিয়ে জাতীয় সংসদে আলোচনা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, আমরা বকাউল্লাহ বকে যাই, আর উনারা শুনা উল্লাহ শুনে যান, আর এই সংসদ হচ্ছে গরিবুল্লাহ। এই নোটিশ যদি আলোচনা না হয় সংসদ আরও গরিব হয়ে যাবে বলে আমার ধারণা।

বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এর জবাবে ‘আপনারা শুধু বকাউল্লাহ নন, আমরা শুধু শুনাউল্লাও নই’ উল্লেখ করে জাতীয় সংসদ পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, আপনারা যেসব বক্তব্য রাখেন সে বিষয়ে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টি স্পিকারের বিবেচনাধীন রয়েছে। আলোচনা হয়নি বলে যে হবে না তা কিন্তু নয়। নিশ্চয়ই এ বিষয়ে সংসদের সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি মেনন বলেন, আমি আগেও গ্যাসের মূল্য বাড়ানোর বিষয়ে সংসদে কথা বলেছি। সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশও দিয়েছিলাম। সেদিন আপনি (ডেপুটি স্পিকার) বলেছিলেন, নোটিশটি স্পিকারের বিবেচনাধীন রয়েছে। আজ সংসদ অধিবেশনের শেষ দিন। কিন্তু সেটি কার্য তালিকায় আসেনি।

নোটিশটি কি বাতিল করা হয়েছে, সেটাও জানতে পারিনি উল্লেখ করে মেনন বলেন, কার্যপ্রণালী বিধির ৬৮ বিধি অনুযায়ী বিষয়টি জানার অধিকার আমার রয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড