• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিকালে জিএম সিরাজের শপথ

  অধিকার ডেস্ক

১১ জুলাই ২০১৯, ০৮:৪১
সিরাজ
গোলাম মোহাম্মদ সিরাজ (ফাইল ছবি)

বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে শপথগ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে আজ শপথ নেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

শায়রুল জানান, বৃহস্পতিবার ৩টা ৩০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে জিএম সিরাজকে শপথ বাক্য পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে গত জুন মাসের ২৪ তারিখে বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে জয়লাভ হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী টি জামান নিকেতা পান ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড