• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি কোথায় পেল ৬টি আসন, গবেষণা করছে আ. লীগ!

  নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০১৯, ২২:২৪
হারুন অর রশীদ
একাদশ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন বিএনপির ছয় এমপির একজন হারুন অর রশীদ (ফাইল ফটো)

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ৬টি আসনে নির্বাচিত হয়। ৬টি আসনও নাকি বিএনপির পাওয়ার কথা ছিল না। কিন্তু তারা কীভাবে পেল, এ নিয়ে আওয়ামী লীগ গবেষণা করছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২২ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপিকে দেশের মানুষ বিরোধী দলের আসন দেয়নি। তাই বিরোধী দলের আসনে বসার সুযোগও নেই। দলটি সংসদে বিরোধী গ্রুপ হিসেবে এসেছে। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিএনপি সৌভাগ্যক্রমে ৫/৬টি আসন পেয়েছে, এগুলোও তাদের পাওয়ার কথা নয়। তারা ৫/৬টি কোথায় পেল, এ নিয়ে আওয়ামী লীগ গবেষণা করছে। আমরা এ দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’

খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)

এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপি বলেছিল সংসদে অংশ নেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন, ‘বিএনপি সংসদে আসবে। কারণ ওরা কোনো আদর্শিক রাজনৈতিক দল নয়। ওরা ক্ষমতার রাজনীতি করে, তাদের আসতে হবে। প্রধানমন্ত্রীর সেই কথা আজ সত্য হলো। তারা নাকে খত দিয়ে সংসদে এসেছে। তাদের ভেতর একরকম, মুখে আরেক রকম। তাদের রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্টান্ডার্ড রাজনীতি বন্ধ করতে হবে।’

খালিদ মাহমুদ বলেন, ‘বিরোধী দল বাজেট নিয়ে সমালোচনা করেছে, প্রশংসাও করেছে। বাজেটের ওপর যারা গবেষণা করেন, তারা বাজেটকে সমালোচনা করে জনবিরোধী বলে আখ্যায়িত করেছে। এ মানুষগুলোকে বারবার দেখি এ দিনের (বাজেট পেশ) জন্য অপেক্ষা করে। কখন বাজেট পেশ হবে, আর সমালোচনা করবে।’

বিএনপির সমালোচনা তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিলেন, খুনিদের পুরস্কৃত করেছিলেন। খালেদা জিয়া দেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন। বাংলাদেশে অনেক কারণে অনেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদা জিয়া ছাড়া কেউ সাজাপ্রাপ্ত হননি। এখন খালেদাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তার মুক্তি চাওয়া হচ্ছে। ছেলে তারেক রহমানও পলাতক।’

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড