• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে আ. লীগ

  অধিকার ডেস্ক

২০ জুন ২০১৯, ০১:১৪
আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ (ছবি : সংগৃহীত)

আগামী ২৯ জুন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শিরোনামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সকল শিক্ষা মাধ্যমের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগের প্রচার উপকমিটি অনুষ্ঠানের আয়োজন করবে। এতে দলের সাধারণ সম্পাদকসহ শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু শিল্পকলা একাডেমি। মূলত তরুণদের মনোভাব ও চিন্তাধারা সম্পর্কে জানতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এবং প্রচার উপকমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন বলেন, ‘বয়স ৭০ হলেও আওয়ামী লীগ যেন বুড়িয়ে না যায়, সে জন্য তরুণদের মনোভাব ধারণ করা জরুরি। তরুণদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের প্রচার উপকমিটির আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ এ ধরনের শিরোনামে শিক্ষার্থীদের নিয়ে ঘরোয়া পরিবেশে একটি অনুষ্ঠান করা হবে।’

এটি অনেকটা ‘লেটস টক’ অনুষ্ঠানের মতো হবে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, তাজউদ্দিন আহমেদরা তরুণ বয়সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। এই দেশকে স্বাধীন করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিস্ময়কর উন্নয়নসহ সকল ক্ষেত্রে তরুণরাই এ দেশকে এগিয়ে নিয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের ক্ষমতায় আসার পেছনে তরুণ প্রজন্মের সমর্থন কাজ করছে। তাই আওয়ামী লীগের কাছে তাদের কী প্রত্যাশা আমরা সেটাই জানার চেষ্টা করবো।’

অনুষ্ঠানে তরুণরা ৭০ বছরের আওয়ামী লীগ সম্পর্কে নিজেদের ধারণা ও বিশ্লেষণ দলের নেতাদের সামনে উপস্থাপন করবেন। দেশকে সমৃদ্ধ করতে আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও মতামত প্রদান করবেন। এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষার্থীদের প্রশ্ন করার ও উত্তর দেওয়ার উন্মুক্ত পরিবেশ থাকবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড