• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুতে বেড়েছে শূন্যপদ, বিএনপিতে উন্নতি হচ্ছে কয়েকজনের

  অধিকার ডেস্ক

১৯ জুন ২০১৯, ২২:৫৪
বিএনপি
ফাইল ফটো

বিএনপি সবশেষ ১৭ সদস্যের স্থায়ী কমিটি ঘোষণা করেছিল। সেখানে কিছু পদ শূন্য থাকলেও কেউ নিয়োগ পাননি। এরইমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। এতে শূন্যপদ বেড়েছে। বুধবার (১৯ জুন) দুজন নিয়োগ পেয়েছেন। বাকি পদগুলোও পূরণের কথা ভাবছে দলটি। এতে বিবেচনায় আছেন দলের ছয় ভাইস চেয়ারম্যান।

ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন। দুজনেই বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন আসছিলেন। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই নেতাকে স্থায়ী কমিটিতে যুক্ত করার ঘোষণা দেন। এ ছাড়া দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দুজনকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।

বিএনপি সর্বশেষ ২০১৬ সালের মার্চে কাউন্সিল করে। ওই বছর আগস্ট ১৭ সদস্যের স্থায়ী কমিটির নাম ঘোষণা করা হয়। তবে বিএনপিতে স্থায়ী কমিটির পদ রয়েছে ১৯টি। তখন থেকেই দুটি পদ শূন্য রয়েছে। এরপর তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ এবং এম কে আনোয়ার মারা গেলে পাঁচটি পদ শূন্য হয়। তবে আজ দুজনকে নিয়োগ দেওয়ায় এখন তিনটি পদ খালি রয়েছে।

নতুন যুক্ত দুইজন নিয়ে বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে রয়েছেন- চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মাহবুবুর রহমান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, স্থায়ী কমিটির মাহবুবুর রহমান এবং রফিকুল ইসলাম মিয়ার বয়স হয়েছে। তারা হয়তো অবসরে যেতে পারেন। দলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও তারা এখন সেভাবে অংশ নিতে পারেন না। তাঁরা এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেননি।

বিএনপির ছয় ভাইস চেয়ারম্যানের মধ্যে কয়েকজনকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হতে পারে বলে জানান বিএনপির এক নেতা। তিনি বলেন, আবদুল আউয়াল মিন্টু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, মো. শাহজাহান ও আবদুল্লাহ আল নোমানের মধ্যে কয়েকজনের নাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে ঘোষণা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পদ খালি আছে। পূরণ হওয়া দরকার। শিগগিরই হবে কি না, তা জানি না।’

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড