• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জোড়াতালি দিয়ে আ. লীগ করবেন না : কাদের

  নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০১৯, ১৬:৩৮
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি না করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না৷ দুঃসময় সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না।

সোমবার (১৭ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমন্বয়ে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জোড়াতালি দিয়ে আওয়ামী লীগ করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। ত্যাগী কর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোন বিকল্প নেই। সদস্য সংগ্রহ অভিযান ধারালো হাতিয়ারের মত কাজ করবে।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ।

অসহায় গরীব কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কাদের বলেন, তাদের খোঁজ খবর রাখেন। অসংখ্য গরিব, দুঃখী, অসহায় কর্মীর ঘরে পড়ে আছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে।

প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ, অনুকরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গরিব দুঃখী কর্মীদের ভালবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক নেতার মধ্যে মানবিক গুণাবলি থাকতে হবে। শেখ হাসিনা মানবিক গুণ বিশিষ্ট নেত্রী।

আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই। আদালতের স্বাধীনতার প্রতি সরকার শ্রদ্ধাশীল।

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড