• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদীকে অভিনন্দন জানালো জামায়াত, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা

  অধিকার ডেস্ক

২৪ মে ২০১৯, ১৮:৩২
মোদি-জামায়াত
ছবি : সম্পাদিত

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে- এমন প্রত্যাশার কথা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৪ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলমের সই করা বিবৃতিতে সংগঠনটির আমির মকবুল আহমাদ বলেন, ‘ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে লাভ করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি।’

জামায়াতের আমির বিবৃতিতে বলেন, ‘আশা করি, নরেন্দ্র মোদীর সরকার ভারতকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন মকবুল আহমাদ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড