• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিয়ার মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি দিল স্বেচ্ছাসেবক দল

  অধিকার ডেস্ক

২৩ মে ২০১৯, ১৭:০১
স্বেচ্ছাসেবক দলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির কথা জনিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩০ মে ভোর ৬টায় দলের রাজধানী নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকালে দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে- মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টারিং ও কালো ব্যাজ ধারণ, বিএনপি আলোচনা সভায় অংশগ্রহণ, দেশব্যাপী দুঃস্থদের মাঝে কাপড় ও ইফতার বিতরণ।

সংগঠনটির সারা দেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিটে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং প্রত্যেক এলাকায় পোস্টারিং, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড