• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির বিষয়ে চুপ দুদক : রিজভী 

  নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০১৯, ১৪:২৪
রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবি : সংগৃহীত)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নজিরবিহীন দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চুপ রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী।

বিএনপির সিনিয়র এই নেতা অভিযোগ করে বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সরঞ্জামাদি কেনার বিষয়ে যে দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। অথচ এত বড় দুর্নীতির বিষয়ে দুদক চুপ রয়েছে।’

রিজভী বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশ-কেটলিসহ প্রকল্পের বিভিন্ন সরঞ্জামাদি কেনার মহা দুর্নীতির খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকল্পে কর্মরত মালি-ড্রাইভারের বেতন লাখ টাকার কাছাকাছি। যা শুধু নজিরবিহীনই নয়, এটি একটা জাহাজমার্কা দুর্নীতির বিরাট দৃষ্টান্ত। এক্ষেত্রে দুদক নখদন্তহীন, নিশ্চল, নির্বিকার ও প্রাণহীন ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্পে সাগর চুরির দুর্নীতির খবরে বিস্মিত দেশবাসী। সরকার গণতন্ত্রের অনুপস্থিতিতে জবাবদিহিতার নীতি নেই বলে সরকারের লুটপাটের নীতি বিস্তার করছে।’

এ সময় খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত চারদিন খালেদা জিয়া জাউ ভাত খেয়ে আছেন। তিনি বিপদজনক পরিস্থিতিতে আছেন।’

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড