• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আচরণে মনে হয় নদীগুলো ভারতের : এস আই খান

  নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০১৯, ২১:১৫
জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা (ছবি : ইন্টারনেট)

জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ডক্টর এস আই খান জানিয়েছেন, ভারত গঙ্গাসহ আন্তর্জাতিক নদীগুলোর উজানে বাঁধ দেওয়ায় বঙ্গোপসাগরের লবণাক্ত পানি যমুনা নদীর সিরাজগঞ্জ ও মেঘনা নদীর ভৈরব পর্যন্ত পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘের সাবেক এ কর্মকর্তা বলেন, ভারত তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাসহ আন্তর্জাতিক নদীগুলোতে বাঁধ নির্মাণ করেছে। এতে মরুকরণের মুখে পড়েছে বাংলাদেশ। নদীগুলোতে পানিপ্রবাহ ঠিক নেই। জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে প্রবেশ করছে। এই পানি যমুনার সিরাজগঞ্জ ও মেঘনার ভৈরব পর্যন্ত পৌঁছেছে। লবণাক্ত পানি ফসলি জমিতেও এসেছে। এর কারণে ফসল উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

এস আই খান বলেন, আন্তর্জাতিক নদীর হিস্যা আন্তর্জাতিক আইন মেনে হওয়ার কথা। কিন্তু ভারতের আচরণে মনে হচ্ছে, নদীগুলো যেন দেশটির একার সম্পত্তি। ভারত উজানের পানি সরিয়ে নেওয়ার কারণে পাতাল পানির স্তর বহু নিচে চলে গেছে।

অনুষ্ঠানটি আয়োজন করে মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও ভাসানীর নাতি মনোয়ার হোসেন চৌধুরী মেরিন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- ভাসানীর একান্ত সচিব সৈয়দ ইরফানুল বারী, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংগঠনের ছাত্রবিষয়ক আহ্বায়ক রুবাইয়াৎ মীর শহীদ প্রমুখ।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড