• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আইন-আদালত কেনা যায়, সরকারে আছেন কেন’

  অধিকার ডেস্ক    ১৬ মে ২০১৯, ১৬:২৭

মোয়াজ্জেম হোসেন আলাল ও মোহাম্মদ নাসিম
মোয়াজ্জেম হোসেন আলাল ও মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)

‘আপনি আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ হয়ে বললেন, পয়সা হলে দেশের আইন-আদালতসহ সব কিনতে পাওয়া যায়। আপনারা তাহলে কেন সরকারে আছেন? ব্যর্থতার দায়ভার নিয়ে আপনারা ক্ষমতা ছাড়ুন।’

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভাটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমানে দেশের গণতন্ত্রের যে অবস্থা, সেটি ঢাকার ভাষায় বলতে হয়- গণতন্ত্র পড়েছে মাইনকা চিপায়। এই মাইনকা চিপা হতে আমরা কেউ বেরোতে পারছি না।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এই ঈদে ব্যাংকে বড় ধরনের চেক জমা দিয়ে টাকা পাবেন না বলে আশঙ্কা করছি। বিষয়টি দুঃখজনক হলেও দেশের ব্যাংকিং অবস্থা এখন এই পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা মানুষকে বিনোদন দিচ্ছেন, সব সময় উল্টাপাল্টা কথা বলছেন। সাভারের রানা প্লাজা দুর্ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রানা প্লাজার পিলারে বিএনপি নেতা-কর্মীরা ধাক্কা দিয়েছেন, তাই রানা প্লাজা ধসে পড়ে দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘এই দেশে পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কেনা যায়, পয়সা দিয়ে আইনজীবী কেনা যায়, এমনকি আদালত পর্যন্ত কেনা যায় পয়সা দিয়ে। তাই বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন, এসব অপরাধ কমে গেছে। বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর এসব অপরাধী।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন দেখছি নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা এসব আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। সরকার যখন ক্ষমতায় থাকে, তখন কেন কী কারণে সিরিজের মতো করে এ ধরনের ঘটনা ঘটছে? এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে?’

এ সময় এসব সামাজিক অপরাধগুলো বন্ধে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে।’

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড