• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে মানুষের নিরাপত্তা নেই : ফখরুল

  বগুড়া প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪১
মির্জা ফখরুল
নিহত বিএনপি নেতার পরিবারের সঙ্গে সমবেদনায় মির্জা ফখরুল (ছবি- দৈনিক অধিকার)

বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বগুড়া সদর উপজলো বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাড: মাহবুব আলম শাহীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশে একের পর এক সন্ত্রাস হচ্ছে। সরকারে কোন জবাবদিহিতা নেই। বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডের মধ্যদিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র ওঠে এসেছে।

এদিন বিএনপি মহাসচিব বগুড়া শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে তিনি নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম, সিয়াম এবং মেয়ে সুজনাকে ও পরিবারের সদস্যদের শান্তনা দেন।

নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি আপনাদের সঙ্গে আছে। হত্যাকাণ্ডের বিচার একদিন হবে।

এসময় উপস্থতি ছিলেনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস দুলু, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া পৌর মেয়র অ্যাড. মাহবুবর রহমান প্রমুখ।

উল্লেখ, চলতি মাসের ১৪ এপ্রিল রাতে বগুড়ার উপশহর এলাকায় শাহীনকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন মঙ্গলবার বিকালে নিহতের স্ত্রী আক্তার জাহান শিল্পী বাদী হয়ে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড