• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কামাল-ফখরুলকে ছাড়াই বৈঠকে ঐক্যফ্রন্ট

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৭:৩৩

জাতীয় ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। (ছবি : সংগৃহীত)

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে। শুক্রবার (২২ মার্চ) বিকাল সাড়ে চারটায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

ঐক্যফ্রন্টের দপ্তরের আজমেরী বেগম ছন্দা বলেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তবে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত হননি।

অন্যান্যদের মধ্যে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড