• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আমি চাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক'

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২৭

আতিকুল ইসলাম
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেন, 'আমি বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছি। তাই আমি চাই, প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সে নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তাকেই মেনে নেব।'

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এমন অঙ্গীকার করেন তিনি। এর আগে তিনি ইটিআইয়ে স্থাপিত উত্তর সিটির এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

তিনি বলেন, 'আওয়ামী লীগের মতো দল থেকে মনোনয়ন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি মনোনয়ন পেয়েছি। আইন মেনে চলব। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আনিসুল হকের উন্নয়ন অব্যাহত রাখব। ঢাকা উত্তরকে আনিস ভাই যে মাপে নিয়ে গিয়েছিলেন, সেই মাপে থাকার জন্য পারলে তার ওপরে যাওয়ার চেষ্টা করব। তার থেকে নিচে গেলে জনগণ প্রত্যাখ্যান করবে।’

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি বুধবার। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি শনিবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড