• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংর‌ক্ষিত নারী আসন নির্বাচ‌ন

ফরম বিক্রির শেষ দিনে নেই প্রার্থীর ভিড়

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:২৭

সংর‌ক্ষিত নারী আসনের নির্বাচ‌ন
সংর‌ক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লী‌গের ফরম বি‌ক্রি কার্যক্রম। (ছবি : সংগৃহীত)

সংর‌ক্ষিত নারী আসনের নির্বাচ‌নে আওয়ামী লী‌গের ফরম বি‌ক্রি ও জমার শেষ দিন আজ। দলটির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি ও জমা নেয়া হচ্ছে। দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সকাল সা‌ড়ে ১০টা থে‌কে ফরম জমা নি‌চ্ছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দলটির কার্যালয়ে ফরম জমা দেয়ার জন্য ভিড় থাকলেও ফরম ক্রয় করা প্রার্থীর সংখ্যা ছিল খুবই কম।

বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

তবে ধারণা করা হচ্ছে, দলটির ৪৩টি আসনের বিপরী‌তে প্রায় ১৪-১৫শ প্রার্থী হ‌বেন। ফরম বিক্রির শুরুর দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে মোট ১৩৮৩ জন আগ্রহী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে ফরম বিক্রি শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড