• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃতীয় দিনের মতো মনোনয়ন পত্র বিক্রি করছে আ. লীগ

  অধিকার ডেস্ক    ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি
নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি (ছবি : সংগৃহীত)

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন পত্র বিক্রি করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রি ও জমা নেয়া শুরু হয়। সংরক্ষিত আসনের এই মনোনয়ন পত্র বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দলটির উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য গত দুদিনে এক হাজার ৫০ মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।

দ্বিতীয় দিন বুধবার চিত্রনায়িকা মৌসুমী, অরুণা বিশ্বাস, অভিনেত্রী তারিনসহ ৪২৬ জন মনোনয়ন ফরম কিনেছেন।

প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা ধরে এই খাত থেকে এ পর্যন্ত তিন কোটি ১৫ লাখ আয় করেছে দলটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড