• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘এটা নারকীয় পরিবেশ, কোনো নির্বাচনি পরিবেশ নয়’

  অধিকার ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫০

মাহমুদুর রহমান মান্না
জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। (ছবি : সংগৃহীত)

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন ‘এখন পর্যন্ত প্রার্থীরা গ্রেফতার হচ্ছেন। নির্বাচনে প্রার্থিতা নিয়েও নাটক করা হচ্ছে। আজ পত্রিকায় দেখলাম জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা নারকীয় পরিবেশ, কোনো নির্বাচনি পরিবেশ নয়।’

রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মান্না বলেন, এইভাবে নির্বাচন যদি হয় তাহলে একপাক্ষিকভাবে জোর করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক বন্ধুদের মাধ্যমে একটা কথা বলি- আমরা আগে বলতাম নির্বাচনি যুদ্ধ। আর এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে। সরকার পক্ষ তাই করছে। রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে। সারা দেশে একই অবস্থা চলছে।’

নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ আখ্যায়িত করে মান্না বলেন, ‘নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আজও উনি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তারপর তদন্ত করতে যদি চার দিন লাগে তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তাড়াতাড়ি করব। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরনের অ্যাকশন আমি দেখতে পাইনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড