• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পটুয়াখালী-১ : নির্বাচনি উঠান বৈঠকে হামলা

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

আলতাফ হোসেন
ছবি : সংগৃহীত

ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তা-বে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার ১৬ ডিসেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার সময় সদর উপজেলার বদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুস সালাম শরীফের বাড়িতে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে ব্যাপক হামলা ও তাণ্ডব চালায়।’

তিনি এসময় উল্লেখ করেন, ‘জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি তোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক গনি, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর কাজী, সাধারণ সম্পাদক নাসির খান, হেমায়েত মুন্সি মেম্বার, জাহাঙ্গীর (ব্যাটারী জাহাঙ্গীর) এর নেতৃত্বে ৪০ জনের বেশি সশস্ত্র সন্ত্রাসী হামলা করে।

এ সময় সন্ত্রাসীরা বাসার টেলিভিশন, ডিশ এন্টেনা ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায় অভিযোগ করে তিনি জানান, ‘বাধা দিলে আবদুস সালাম শরীফের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে লিপি, পপি, বীথি, নিশি সহ ৮/১০ জনকে মেরে মারাত্মক আহত করে।

ওডি/এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড