• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনি প্রচারণায় ২২ ডিসেম্বর রংপুর যাবেন শেখ হাসিনা

  হাসান আল সাকিব, রংপুর

১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১০
নির্বাচন
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর নির্বাচনি প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী। সেই দিনেই জেলার কোটালিপাড়া উপজেলার শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেন তিনি।

আ. লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি জনসভায় ভাষণ দেন।

সূত্র জানায়, এবার নির্বাচনি প্রচারণা উপলক্ষে ২০টি জেলায় জনসভা এবং পথসভায় অংশ নিচ্ছেন আ. লীগ সভানেত্রী।

তারই ধারাবাহিকতায় আগামী শনিবার (২২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পীরগঞ্জ উপজেলা আ. লীগের আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন বলে শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে তথ্যটি দৈনিক অধিকারকে নিশ্চিত করেছেন রংপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড