• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নয়াপল্টনে বিএনপির মনোনয়ন বাণিজ্যের হাট : হাছান

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ (ছবি : সংগৃহীত)

নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়, গুলশান অফিস ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট খুলে বসেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যেভাবে মনোনয়ন দিচ্ছে রাজনীতির জন্য তা কলঙ্কজনক। বাংলার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। দেশের জনগণ তা দেখে এখন মুচকি হাসে তাদের লজ্জা হচ্ছে কিনা জানিনা , তা দেখে আমার লজ্জা হচ্ছে।’

আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘৩০০ আসনের বিপরীতে ৫৫৫ জনকে মনোনয়ন দিয়েছে। বিএনপি প্রতি আসনে প্রায় ২ জন করে মনোনয়ন দিয়েছে। এতেই বোঝা যায় মনোনয়ন বাণিজ্য। ইতিহাসে কখনো ঘটেনি। এখন তাদের দেখার বিষয় কোন নেতা কত টাকা দিতে পারে, যে বেশি টাকা দিতে পারবে তাকে মনোনয়ন দেবে বিএনপি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো নিবার্চনকে সিরিয়াসভাবে নিতে হবে। নিবার্চন হলো একটি পরীক্ষা, একটি প্রতিপক্ষ থাকে তাদেরকে হারিয়ে জয়ী হতে হয়। তাই আমি বলব নিবার্চন পর্যন্ত মাঠে থাকতে হবে নেতাকর্মীদের।’

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠায় তিনি জড়িত ছিলেন এজন্য আওয়ামী লীগ গবির্ত। তিনি রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের জন্য সমাজের জন্য। কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা কেউ দেশের জন্য, সমাজের জন্য, জনগণের জন্য, জাতির জন্য রাজনীতি করি না। রাজনীতিবিদরা রাজনীতি ভুলে গেছেন। আমরাও রাজনীতি ভুলে গেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড