• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভ্যন্তরীণ কারণেই বিএনপি মনোনয়ন জমা দিতে পারেনি : কাদের  

  নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০১৮, ১৫:১৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের কন্ট্রোলের বাইরে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নিজেদের অভ্যন্তরীণ কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দিতে পারেনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ভেতরে জগাখিচুরি অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের, তার দলের কনট্রোলের বাইরে। ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয়।’

বিএনপি নেতাদের মনোনয়ন জমা না নেওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যত দূর জানি, তাদের মধ্যে দুজন আছে, তাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে মনোনয়ন পায়নি বলে তারা মনোনয়ন জমা দেয়নি।

মির্জা আব্বাসের মনোনয়ন জমা না নেয়ার প্রসঙ্গে কাদের বলেন, মির্জা আব্বাস সময় মতো মনোনয়ন জমা দেয়নি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয়নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে তো হবে না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি তথা ঐক্যফ্রন্ট তারা নির্বাচনে আসবে আমরাও এটা চাই। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আমরা চাই না একা একা নির্বাচন করতে। কিন্তু যদি নির্বাচনে না এসে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয়ী হয়ে গেছে তাহলে হবে না। অবশ্য তারা নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে সেটা তারাও জানেন।’

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ নাকচ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্য প্রমাণ দিয়ে বলুন, কোথায় কোথায় আপনাদের প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। অন্ধকারে ঢিল ছোড়া তাদের পুরনো অভ্যাস।’

জাতীয় পার্টিকে আসন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টিকে প্রয়োজনে ৩০০ আসনে আপনাদের প্রার্থী দিয়ে দেন। কিন্তু যোগ্য এবং উইনেবল হতে হবে। আমরা যাদের যোগ্য এবং উইনেবল মনে করেছি তাদের মনোনয়ন দিয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড