• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিষয়ে 'দেখবেন' আইনমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২
আনিসুল হক

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তিনি অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’ তখন সাংবাদিকেরা জানতে চান, ‘তাহলে এখন কী হবে?’ জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি দেখব।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

এর আগে গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।

এমরানের দাবি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে এবং অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিবৃতিতে স্বাক্ষর করব না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড