• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ পত্নী রওশন

  নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৩, ১৬:১৩
জাতীয় পার্টি

নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে থাকা জি এম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন। তার অনুপস্থিতিতে নিজেকে চেয়ারম্যানের ঘোষণা করলেন তিনি।

এরশাদের জীবিত থাকা অবস্থাতেই দলের উত্তরাধিকার নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে দ্বন্দ চলছিল। এরশাদের মৃত্যুর ৪ দিন পর জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান করা হয়। তবে রওশন তা মেনে নিতে অস্বীকৃতি জানান। পরে দুই পক্ষের সমঝোতায় কাউন্সিল পর্যন্ত জিএম কাদেরকে চেয়ারম্যান পদে মেনে নেন রওশন। বিনিময়ে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হন।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে রওশনের অনুপস্থিতিতে তাকে প্রধান পৃষ্ঠপোষক করে চেয়ারম্যান পদে বহাল থাকেন জিএম কাদের।

পরে রওশনকে বিরোধীদলীয় নেতার পদছাড়া করতে চেয়েও সরকারের কারণে পারেননি জি এম কাদের। স্পিকারের স্বীকৃতি পাননি।

গত ১৪ ডিসেম্বর রাতে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তার অনুসারীরা। তবে ৪৫ মিনিট পরে ঘোষণাটি স্থগিতও করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড