• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী মামুন মন্ডলের মনোনয়ন বৈধ ঘোষণা 

  আরিফ চৌধুরী, গাজীপুর মহানগর

৩০ এপ্রিল ২০২৩, ১৩:৪৫
স্বতন্ত্র মেয়র প্রার্থী

গাজীপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়ামে শুনানির মাধ্যমে এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই করা হয়েছে। তার মনোনয়নে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হয়নি বিধায় তার মনোনয়নটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গাজীপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, বিজয় প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছি। এখন জনগণ যদি তাদের দোয়া, ভালোবাসা ও সবচেয়ে বড় আমানত মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে নেয় তাহলে আমি এই ভঙ্গুর গাজীপুর সিটি কর্পোরেশন থেকে স্মার্ট গাজীপুর সিটি কর্পোরেশন রূপান্তরিত করতে যা করণীয় সবটাই নিরলসভাবে করে যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড