• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হেদায়েত উল্লাহ তুর্কী

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৪০
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হেদায়েত উল্লাহ তুর্কী
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হেদায়েত উল্লাহ তুর্কী (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং নাট্যকার, অভিনেতা, কলামিস্ট মো. হেদায়েত উল্লাহ তুর্কী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৬ নভেম্বর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়।

হেদায়েত উল্লাহ তুর্কী মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা অবসরে থাকা জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মাতা রত্নগর্ভা পদকপ্রাপ্ত কামরুজ্জাহান রেখা।

হেদায়েত উল্লাহ তুর্কী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেন। পরবর্তীকালে তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ডিগ্রি এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সাবেক খেলোয়াড় মো. হেদায়েত উল্লাহ তুর্কী বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোন্দ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষা অনুরাগী হিসেবে তিনি দীর্ঘ বার বছর মনিরামপুর আজিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত হিসেবে তিনি সর্বাধিকবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় তিন শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক লেখা এবং পরিচালনা করছেন। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করার সাথে সাথে জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।

তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০০৬ সালে জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড