সাইদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদারকে অব্যাহতি দেওয়া হল।
এছাড়া এখন থেকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে বর্তমান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ।
এ দিকে তানজির আহমেদ খান রিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়ায় তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড