নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেওয়ান সাবাব। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে তাকে সহসম্পাদক পদে মনোনীত করা হয়।তিনি নেত্রকোণা জেলার সন্তান।
দেওয়ান সাবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজেস্টার ম্যানেজম্যান্ট এ্যান্ড ভারনারেবল স্টাডিজের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন তিনি স্নাতকোত্তরে পড়াশোনা করছেন। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৬ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পাশ করেন।
২০১৭ সাল থেকে তিনি বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনের শুরু থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়া প্রসঙ্গে দেওয়ান সাবাব বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগকে ভালবাসি। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একজন ক্ষুদ্র কর্মী। সেই কর্মী হিসেবে এটি একরি স্বীকৃতি বলা যায়। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকবো এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবো
দেওয়ান সাবাব বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শৈশব থেকেই রাজনৈতিক আবহে বড় হয়েছেন। সাবাবের নানা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এস এম বজলুল কাদের শাহজাহান নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি। তিনি ২০০৩ থেকে ২০২২ পর্যন্ত ১৯ বছর যাবত এ সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য হয়ে রাজনীতি করেন। তিনি তিনবার ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যানও ছিলেন।
এছাড়া সাবাব এর নানার বড় ভাই প্রয়াত এডভোকেট কে এম ফজলুল কাদের একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। একাধারে বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নেত্রকোণা জেলা বার কাউন্সিলের তের বছরের সভাপতি ছিলেন ফজলুল কাদের। দাদা দেওয়ান মজলিশ মোজাফ্ফর হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘গোল্ড মেডেলিস্ট’ ছিলেন। তিনি নেত্রকোণা জেলার ফচিকা ইউনিয়নের চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
সাবাবের পিতা এডভোকেট দেওয়ান তাইমুর মোস্তফা নেত্রকোণা জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইন পরিষদের সদস্য ও জেলা পৌর আওয়ামী লীগের কর্মী ও সাবাবের বোন দেওয়ান তাসনিম তাবাস্সুম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দেওয়ান সাবাব নেত্রকোণা জেলা গণগ্রন্থাগার, ক্লাব নটরডেমিয়ান্স, বিজয় একাত্তর হল সাহিত্য সংসদ, নটরডেম কলেজ রাইটার্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় আছেন দীর্ঘদিন ধরে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড