নিজস্ব প্রতিবেদক
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি সুচিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বেলা ১টায় নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খালেদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে: কাদের
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওডি/আজীম
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড