• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পেট পুরে খেয়ে অনশনে অগ্নিবর্ষী বক্তৃতা দেন নেতারা’

  নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২১, ১৪:৫৭
এম এম আমিনুর রহমান
বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক মহাসচিব এম এম আমিনুর রহমান। (ছবি: সংগৃহীত)

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পক্ষ থেকে আগামী শনিবার (২০ নভেম্বর) দেশব্যাপী গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণার পর বিষয়টি নিয়ে টিপ্পনী কেটেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক মহাসচিব এম এম আমিনুর রহমান। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

কোনো নেতা বা দলের নাম উল্লেখ না করে ‘গণঅনশন কর্মসূচি এবং বর্তমান বাস্তবতা’ শিরোনামে স্ট্যাটাসটি দেন আমিনুর রহমান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘শীর্ষ নেতারা সকালে পেট পুরে খেয়ে অনশনে অংশগ্রহণ করে অগ্নিবর্ষী বক্তৃতা দিয়ে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এরপর কেউ কেউ জরুরি কাজের অজুহাত দিয়ে বাসায়, অফিসে চলে যাবেন। কেউ বলবেন, অনেকক্ষণ বসে আছি একটু হেঁটে আসি, বলে আশপাশের পরিচিত কারো কাছে গিয়ে জলপান সারবেন। এরপর দুপুরে আয়েশি খাবার খেয়ে আবারও অনশনে হাজির হয়ে জুস খাওয়ার ফটোসেশনে অংশ নেবেন।’

আরও পড়ুন : মেয়র জাহাঙ্গীর আলমের ভাগ্য নির্ধারণ আজ

স্ট্যাটাসে কল্যাণ পার্টির সাবেক এই নেতা আরও লেখেন, ‘বি.দ্র. শীর্ষ নেতাদের বেশিরভাগই বহুমূত্র, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে আক্রান্ত। তাই বিষয়টি কেউ অন্যভাবে নেবেন না।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড