• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড় কথা বলার দিন শেষ : আলাল

  নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২১, ১৫:৩৯
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (ছবি : সংগৃহীত)

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ আওয়ামী লীগ হচ্ছে, সেই আওয়ামী লীগ, যারা স্বৈরশাসক এরশাদকে সমর্থন করেছিল। অথচ তারাই আজ বড় বড় কথা বলে। বড় কথা বলার দিন শেষ, এখন জবাবদিহি করতে হবে। দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা ১৯৭২ সালের সংবিধান কেটে-ছিঁড়ে জরুরি অবস্থা জারি করেছিল। স্বাধীনতাকামী, মুক্তকণ্ঠে যারা কথা বলতো, রক্ষীবাহিনী দিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের ইনডেমনিটি দিয়েছিল এ আওয়ামী লীগ।

আওয়ামী লিগে এখন স্বার্থবাদী লোক আছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগুন যখন চারপাশ থেকে লাগে, সেই আগুন নেভাতে অনেক লোক লাগে। আওয়ামী লীগে এখন লোক নাই। যারা আছেন, তারা স্বার্থবাদী। তাদের দিয়ে এ আগুন নেভাতে পারবে না।

এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে নিয়ে আলোচনায় বসতে আহ্বান করেন। তিনি বলেন, যদি খালেদা জিয়াকে মুক্তি না দেন, তাহলে ৭৫-৮১ সাল পর্যন্ত আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল তাই হবে। সেই অবস্থা আপনার ঘরের বিভীষণ যারা আছে, তারাই করবে। তাদেরকে আপনি দমন করতে পারবেন না।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড