• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শবে কদরে করোনা থেকে পরিত্রাণে প্রার্থনার আহ্বান

  নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২০, ১৫:০৮
প্রার্থনা
প্রার্থনা (ছবি : প্রতীকী)

করোনাভাইরাস থেকে মানবজাতির পরিত্রাণে মহামান্বিত শবে কদরের (লায়লাতুল কদর) পবিত্র রাতে মহান আল্লাহতায়ালার দরবারে সব মুসলমানকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি দল।

বুধবার (২০ মে) পবিত্র শবে কদর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

সারা পৃথিবীর মুসলমান ধর্মাবলম্বীরা পবিত্র শবে কদরের দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে উদযাপন করেন। পবিত্র রমজানের ২৬তম রোজার দিবাগত রাতটিকে শবে কদরের রাত হিসেবে পালন করা হয়। ৬১০ সালে এই শবে কদরের রাতেই আরবের হেরা গুহায় ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.)-এর ওপর সর্বপ্রথম পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই শবে কদরকে সামনে রেখে প্রতি বছর রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতারা বাণী দেন। এবারও বিভিন্ন দলের নেতারা মহান আল্লাহর দরবারে চলমান বিশ্ব মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করতে দলের অনুসারী-নেতাকর্মী ও ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, ‘পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সঙ্গে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই। আজকের এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণ থেকে তিনি যেন মানবজাতিকে রক্ষা করেন। এই করোনা রোগে মৃত্যু ও আক্রান্তের ভয়াল দুঃসময় থেকে আল্লাহ যেন সবাইকে পরিত্রাণ দান করেন।’

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে মুনাজাত করছি। আমাদের ওপর তার করুণা বর্ষিত হোক। আমিন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য জিএম কাদের এক বাণীতে বলেছেন, ‘মহান আল্লাহ্ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মার কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক। প্রতি বছর বরকতময় এই রাত আমাদের ছোট্ট জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। তিনি আরও বলেন, ‘পবিত্র শবে কদরে আমাদের ইহকালীন মুক্তি ও পরোকালীন শান্তি নিশ্চিত হোক। ফজিলতময় এই রাতের মহিমায় বৈশ্বিক করোনাভাইরাস থেকে মুক্তি পাক আমাদের এই সুন্দর পৃথিবী। মহান আল্লাহ যেন আমাদের কবুল করেন।’

আরও পড়ুন : মৃত্যু সাড়ে তিন শ ছাড়াল, নতুন শনাক্ত ১৬১৭

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া এক বাণীতে বলেন, ‘সারা মানবজাতির এখন দুঃসময়। এই দুঃসময়ে কায়মনোবাক্যে আল্লাহর কাছে মুনাজাত করি, পৃথিবী যেন করোনাভাইরাসের মহামারি থেকে রক্ষা পায়। পবিত্র শবে কদর হচ্ছে পবিত্রতম রাত, যে রাতে মহানবী (সা.)-এর ওপর সারা মানবজাতির রহমত হিসেবে কোরআন নাজিল করেন আল্লাহ।’ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি নিজেদের পাপ, করোনাভাইরাসের কবল থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয় বাণীতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড