• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউন শিথিল সরকারের ভুল সিদ্ধান্ত:  রিজভী

  নিজস্ব প্রতিবেদক

১২ মে ২০২০, ১৩:১৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবি : সংগৃহীত)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিল করে ভুল পথে হাঁটছেন।’

মঙ্গলবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনও জবাবদিহিতা নাই। বিনা ভোটে নির্বাচিত সরকারের জনগণের কোনও প্রয়োজন নেই। কারণ রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে সরকারি দল বিরোধী দল সভায় প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনও জবাবদিহিতা নাই, জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নাই।’ নারায়ণগঞ্জে বিএনপির ত্রাণ বিতরণ

আরও পড়ুন : আড়াই বছর পর খালেদা জিয়া-মির্জা ফখরুল বৈঠক

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বাসায় হোম কোয়ারেন্টিনে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছেন। মাঠের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপি'র ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন। দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তারাবো বিএনপি'র সভাপতি তার নিজের পকেটের পয়সা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছেন তারা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড