• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২০, ২৩:৫৮
করোনা
গরিব-দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (ছবি: সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল-ডাল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে গতকাল রবিবার (২৯ মার্চ) তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল। চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা দিয়ে প্রায় ১৫০ প্যাকেট ক্যাম্পাসের টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বরে বিতরণ করা হয়।

এদিকে করোনা ভাইরাস সন্দেহে আতঙ্কিত মানুষদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হটলাইন চালু করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড