• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কোনো মুহূর্তে খালেদার মুক্তি : কাদের

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ১৩:৩৩
খালেদা
খালেদা জিয়া ও ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনো মুহূর্তে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আশা করি বিএনপি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শাস্তি ৬ মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদার নৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সেতুমন্ত্রী বলেন, আশা করি, বিএনপি এ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন : রওশন

তিনি বলেন, বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত প্রায় ১০-১১ দিন আগে তারা এ আবেদন করেছিল। ইচ্ছা করলে পরিবার আরও আগেই আবেদন করতে পারতেন। খালেদা জিয়া যে কোনো মুহূর্তে ছাড়া পেতে পারেন। এক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতার বিষয় আছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হলে মুক্তি পাবেন তিনি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড