• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় জাতির উদ্দেশে কাদেরের ভিডিও বার্তা

  নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২০, ১৯:২১
জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (ছবি : সংগৃহীত)

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে লকডাউন করে চীন অসাধারণ সাফল্য পেয়েছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় লকডাউন করার আগে আটকে পড়া মানুষদের জন্য পর্যাপ্ত খাবার, পানি এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করার কথা ভাবতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, কোভিড-১৯-এর আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্ব। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। মানুষ বুঝতে পারছে না এই ভাইরাস আমাদের কতটা ক্ষতি করবে বা ভবিষ্যত কী হতে পারে।

তিনি বলেন, দেশের অনেক মানুষই দিন আনে দিন খায়। আবার টাকা থাকলেও তো অনেকেই খাবার কিনতে বের হতে পারবে না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে হতদরিদ্রদের কথা ভাবতে হবে। অন্যথায় উপকারের চেয়ে অপকার হয়ে যেতে পারে।

আরও পড়ুন : দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি। যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আমরা সার্বিকভাবে সরকারকে সহায়তা করব। জাতীয় পার্টির পক্ষ থেকে সারাদেশে করোনা মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চলছে। জাতীয় পার্টি সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড