• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপীবাগে সংঘর্ষ : বিএনপির একজন অস্ত্রসহ আটক

  নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২০, ১২:০৯
গোপীবাগে সংঘর্ষ
ফাইল ছবি

রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনি প্রচারণায় তাবিথ ও ইশরাকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম আরিফুল ইসলাম।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, নির্বাচনি গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আটক আরিফুল ইসলাম বিএনপি সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সহকারী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন : আমি সরকার বিরোধী নই, অন্যায় বিরোধী : আজহারী

চলতি মাসের ২৬ তারিখে রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি গুলির শব্দও শোনা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড